সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে, নাকাইহাট কলেজের ২০১৮-২০১৯ শিক্ষা বর্ষের একাদশ শ্রেণির বার্ষিক পরিক্ষা ২০১৯ আগামী ৩০ এপ্রিল ২০১৯ থেকে অনুষ্ঠিত হবে । নিন্মে পরীক্ষার ফিস ও সময় সূচী উল্লেখ করা হলো । পরীক্ষার ফিস ৩০০/- (তিনশত টাকা) শিক্ষাবর্ষ ফিস বিজ্ঞান শাখা ৭৮২ টাকা এবং মানবিক ও ব্যবসায় শিক্ষা শাখা ৬৩২ টাকা সহ আগামী ২৫ এপ্রিল ২০১৯ তারিখের মধ্যে ডাচ্-বাংলা মোবাইল ব্যাংকিং এর মাধ্যমে নাকাইহাট কলেজের বিলার আইডি ২৬৩ তে জমা পূর্বক কলেজ অফিসে ট্রানজেকশন আইডি প্রদান পূর্বক প্রবেশ পত্র সংগ্রহ করার জন্য নির্দেশ দেওয়া হলো ।
তারিখ ও বার | বিষয় ও সময়
বিকাল ২.০০ টা হতে ৫.০০ পর্যন্ত |
মন্তব্য |
৩০/০৪/২০১৯
মঙ্গল বার |
বাংলা ১ম পত্র ও বাংলা ২য় প্ত্র | |
০২/০৫/২০১৯
বৃহস্পতিবার |
ইংরেজী ১ম পত্র ও ইংরেজী ২য় পত্র | |
০৪/০৫/২০১৯
শনিবার |
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি | |
০৬/০৫/২০১৯
সোমবার |
অর্থনীতি ১ম ও ২য় পত্র / পৌরনীতি ও সুশাসন ১ম ও ২য় পত্র/ পদার্থ বিজ্ঞান ১ম ও ২য় পত্র / ব্যবসায় সংগঠন ও ব্যবস্থ্যাপনা ১ম ও ২য় পত্র | |
০৮/০৫/২০১৯
বুধবার |
ইসলামের ইতিহাস ও সংস্কৃতি ১ম ও ২য় পত্র / ইতিহাস ১ম ও ২য় পত্র / যুক্তিবিদ্যা ১ম ও ২য় পত্র / রসায়ন ১ম ও ২য় পত্র / হিসাবি বিজ্ঞান ১ম ও ২য় পত্র | |
০৯/০৫/২০১৯
বৃহস্পতিবার |
সমাজ বিজ্ঞান ১ম ও ২য় পত্র / ভূগোল ১ম ও ২য় পত্র / জীব বিজ্ঞান ১ম ও ২য় পত্র / উৎপাদন ব্যবস্থাপনা ও বিপনন ১ম ও ২য় পত্র | |
১১/০৫/২০১৯
শনিবার |
ইসলাম শিক্ষা ১ম ও ২য় পত্র / গণিত ১ম ও ২য় পত্র / মনোবিজ্ঞান ১ম ও ২য় পত্র / পরিসংখ্যান ১ম ও ২য় পত্র / কৃষি শিক্ষা ১ম ও ২য় পত্র / গার্হস্থ্যবিজ্ঞান ১ম ও ২য় পত্র |