শিক্ষার মাধ্যমে সমৃদ্ধ দেশ গঠনের জন্য সৎ, দেশপ্রেমিক ও মানবিক মূল্যবোধ সম্পন্ন সুনাগরিক তৈরী হয়। আর এ ধরনের শিক্ষা সুনিশ্চিত করার জন্য প্রয়োজন ভালো ও মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের। এ লক্ষ্যকে সামনে রেখেই ১৯৭২ সালে স্বাধীন বাংলাদেশের জাতীয় সংসদের প্রথম স্পিকার জনাব শাহ্ আব্দুল হামিদ মহাদয়ের নামানুসারে শাহ্ আব্দুল হামিদ কলেজ নামে একটি কলেজ প্রতিষ্ঠা করা হয়। যা পরবর্তীতে নাকাইহাট কলেজ নামে গোবিন্দগঞ্জ উপজেলা তথা গাইবান্ধা জেলার একটি অন্যতম শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত হয়। এরই ধারাবাহিকতায় গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ গড়ার লক্ষ্যকে সামনে রেখে এখানেও চালু করা হয়েছে ডিজিটাল শিক্ষা পদ্ধতি। প্রতিটি শ্রেণি কক্ষে পর্যায়ক্রমে ইন্টারনেট ও মাল্টিমিডিয়া প্রজেক্টর স্থাপন করার কাজ অব্যাহত আছে। যার ফলে শিখন-শেখানো কার্যক্রম হচ্ছে আনন্দজনক।
একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবেলা করার জন্য আমাদের এই শিক্ষা প্রতিষ্ঠানকে আমরা বিশ্বমানের একটি শিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই। আর এজন্য দরকার সকলের সহযোগিতা। আমি আশা করি নিষ্ঠাবান শিক্ষকের ত্যাগ, সচেতন অভিভাবকদের সহযোগিতা ও সুদক্ষ ব্যবস্থাপনা কমিটির সঠিক দিকনির্দেশনায় নাকাইহাট কলেজ তার অভীষ্ট লক্ষ্যে পৌছবে ইনশাআল্লাহ।
মোঃ আশরাফ আলী প্রধান
অধ্যক্ষ
নাকাইহাট কলেজ, গোবিন্দগঞ্জ, গাইবান্ধা।